রাজধানীতে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

রাজধানীতে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

Other

সরকার ঘোষিত টানা ১৪ দিনের লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন জন চলাচল নিয়ন্ত্রনের পাশাপাশি বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। যাত্রী ছাড়া ঘোরাঘুরি করা রিক্সাও আটক করে পুলিশ। লকডাউন উপেক্ষা করে এদিনও রাজধানীতে আসতে দেখা যায় কর্মজীবী মানুষদের।

দোকানপাট বন্ধ, রাজপথে নেই যানবাহনের বাড়তি কোনো চাপ, রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলা কঠোর লকডাউনের দ্বিতীয় দিন রাজধানী জুড়ে দেখা যায় এমনি চিত্র।

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে এদিনও মধ্যে কারণে ও অকারণে ঘরের বাইরে বের হন মানুষ।   তবে সবাইকেই পড়তে হয় জিজ্ঞাসাবাদের মুখে।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় অনেককে গুনতে হচ্ছে জরিমানা। আবার যাত্রি ছাড়া ঘোরাঘুরি করায় শাস্তি স্বরূপ রিক্সাও আটকে রাখে পুলিশ।  

আরও পড়ুন:

খুলনায় কমেছে করোনায় মৃতের সংখ্যা, শনাক্তের হার ২০ দশমিক ৫২ শতাংশ

মুম্বাই পুলিশের জেরার মুখে শিল্পা

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর 

চীনে ভারী বৃষ্টিপাতে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রীর শোক

লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীতে ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষদের। গণপরিবহন সংকটে তাই চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।  

লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে রাস্তায় টহল দিতে দেখা যায়।   তবে গত বারের মত আইন প্রয়োগকারী অন্যান্য সন্থাগুলোর অবস্থান তেমন একটা দেখা যায়নি।

news24bd.tv রিমু