কঠোর লকডাউনে একেবারেই ভিন্ন রাতের ঢাকা

Other

চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে দিনব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলে রাতে যেন তা উপেক্ষিত। রাজধানীর প্রবেশ পথগুলো দিয়ে রাতের আঁধারে অবাধেইই চলছে সিএসজি অটোরিকশা, কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ প্রায় সব ধরনের পরিবহন।  

ফলে রাতে রাজধানীতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই প্রবেশ করছেন মানুষ। তবে পুলিশের দাবি, দিনের মত রাতেও তারা শক্ত অবস্থানে আছেন।

রাত ৪ টা। রাজধানীর মিরপুর সড়কের দৃশ্য এটি। অন্যান্য সাভাবিক রাতের মতোই রাজধানীর এই সড়কে যাত্রী নিয়ে চলছে সিএনজি, প্রাইভেট কারসহ বেশ কিছু গণপরিবহন।  

রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে চেকপোস্ট থাকলেও সেখানে ছিলনা আইন প্রয়োগকরী সংস্থার কোনো সদস্য।

চেকপোস্টের পাশেই দেখা মেলে বেশ কিছু সিএনজি, মোটরসাইকেল ও প্রাইভেট কারের। যাদের অনেকে এসেছেন দুর দুরন্ত থেকে যাত্রী নিয়ে আবার অনেকে করছেন যাত্রীর অপেক্ষা। বলেন, দিনে পুলিশি তৎপরতার কারণে রাতকেই জীবিকার উৎস হিসেবে বেছে নিয়েছেন তারা।

নিউজ টোয়েন্টিফোর উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যেই সে সব চেকপোস্ট হাজির হন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। সরিয়ে দেন চেকপোস্টের পশে থাকা সিএনজি, মোটরসাইকেল গুলোকে। এতক্ষণ কোথায় ছিলেন জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা। তবে দাবি করেন, দিনের মত রাতেও তাদের অবস্থান কঠোর।

করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন শত শত মানুষ। তাই মানুষের অবাধ চলাচল এখুনি নিয়ন্ত্রণ করা না গেলে মৃত্যুর এই মিছিলে আরও যুক্ত হবে আরো অনেক নাম বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:


একসঙ্গে তিন ডোজ টিকা নেয়া সেই ব্যাক্তির পরিচয় মিলল

সম্পাদক পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন নঈম নিজাম

কভিড-১৯ টিকা উৎপাদনে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে যুক্তরাষ্ট্র

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পাঁচজনের মৃত্যু


news24bd.tv / কামরুল