আফগানিস্তানের যেকোনো সময় নতুন সরকার গঠন

আফগানিস্তানের যেকোনো সময় নতুন সরকার গঠন

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগের পর রাষ্ট্রপতির ভবন দখলে নিয়েছে তালেবানরা। খুব শিগগিরই দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। নতুন সরকারের নাম হবে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান।

রোববার (১৫ আগস্ট) ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমগুলো জানায়, কিছুক্ষণের মধ্যেই সরকার গঠন করতে চলেছে তালেবানরা। নতুন সরকারের নাম ইসলামিক এমিরেট অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)। এ জন্য কাবুলে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সড়কগুলোতে তালিবানি টহলদারি আরও জোরদার করা হয়েছে।

এদিকে কাবুল বিমানবন্দরের বাইরের এলাকা থেকে গুলির শব্দ আসায় নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে আমেরিকা।

রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর বিদ্রোহীগোষ্ঠী তালেবান আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে। তালেবানের কর্মকর্তারা বলেছেন, তারা আফগানিস্তানে ক্ষমতার সম্পূর্ণ হস্তান্তর চায়।

রোববার তালেবানের দুই জন কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানে কোনও ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হবে না। তারা আফগানিস্তানের ক্ষমতার পূর্ণ হস্তান্তর প্রত্যাশা করছে।

এর আগে, তালেবানের অভিযানের মুখে রোববার সন্ধ্যার দিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি প্রতিবেশী তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।

আরও পড়ুন:


কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি

ভূমিকম্পে লন্ডভন্ড হাইতি, মৃত বেড়ে ৭০০

আমেরিকার কী ঠ্যাকা পড়েছে আফগানিস্তানে নটখট করার?

আফগান প্রেসিডেন্ট কে এই গনি বারাদার?


NEWS24.TV / কামরুল