বিএনপির ক্যাম্প ভাঙচুর

বিএনপির ক্যাম্প ভাঙচুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে স্থাপন করা ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীর শেরেবাংলা রোডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে।  

বিএনপির অভিযোগ, যুবলীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এরপর বিএনপির সমর্থরা ভোটাররা ভোট না দিয়ে ফিরে গেছে।

ওই কেন্দ্রের মঞ্জুর এজেন্ট খুলনা মহানগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক বেগম আক্তার জাহান রুকু বলেন, সকাল ১০টার দিকে যুবলীগের নামধারী ৪০/৫০ জন নেতাকর্মী আমাদের নির্বাচনী ক্যাম্পে এসে ভাঙচুর চালায়। চেয়ার টেবিল ভেঙে দিয়ে চলে যায়। আমরা সেখানেই বসে আছি। হামলার ঘটনার পর আমাদের সমর্থক ও ভোটাররা ভোট না দিয়ে ফিরে গেছে।

আমরাও আতঙ্কে আছি।

বিএনপি সমর্থকদের অভিযোগ, সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর