ড. সালেহীনের মত নিবেদিতপ্রাণ শিক্ষক-গবেষক বেশী দেখা যায় না

অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী

ড. সালেহীনের মত নিবেদিতপ্রাণ শিক্ষক-গবেষক বেশী দেখা যায় না

Other

কি হৃদয়বিদারক! আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়্যেদ সালেহীন কাদরী আজ ভোর রাতে ইন্তেকাল করেছেন। আর গতকালই সংবাদ আসলো তাঁর সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগতত্ত্ব বিজ্ঞানী ড. ফিরদউসি কাদরী (ঢাকাস্থ icddr,b এর Emeritus Scientist) এ বছরের র‍্যামোন মাগসাসে পুরস্কার (এশিয়ার নোবেল পুরষ্কার বলে খ্যাত) পেয়েছেন।

ড. সালেহীনের মত নিবেদিতপ্রাণ শিক্ষক-গবেষক বেশী দেখা যায় না। তাঁর মত একজন আমায়িক সরল মনের সর্বাঙ্গীণ আলোকিত মানুষও খুব বিরল।

আমরা গভীরভাবে শোকাভিভূত। তাঁর শোকাহত পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমীন।

লেখাটি অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ-এর ফেসবুক থেকে নেওয়া।

news24bd.tv এসএম

আরও পড়ুন


প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে নারী পাচার

৯ বছর করে ৪০ ভাগ ভারতীয় নাগরিকের আয়ু কমছে

ধামরাইয়ে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা তামিমের (ভিডিও)