টেষ্ট ম্যাচ বাতিলের আসল কারণ জানালেন মাইকেল ভন

টেষ্ট ম্যাচ বাতিলের আসল কারণ জানালেন মাইকেল ভন

অনলাইন ডেস্ক

অনেক নাটকীয়তার পরে বাতিল হয়ে যায় ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচটি। তবে ম্যাচ বাতিল নিয়ে এবার বোমা ফাটালেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ভনের দাবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্যই এই ম্যাচটি বাতিল করা হয়েছে।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১০ সেপ্টেম্বর।

কিন্তু ম্যাচের আগের দিনভর নাটকীয়তার পরে ম্যাচের দিন সকালে প্রথম দিনটি স্থগিত এবং পরে ম্যাচই বাতিল করা হয়। ম্যাচ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

টেস্ট ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেটাররা এখন আইপিএলের আগে সপ্তাহখানেক সময় পাচ্ছে। কিন্তু ম্যাচটি হলে সময় পেতো মাত্র চারদিন।

এখন সময় বেশি পাওয়ায় তারা সংযুক্ত আরব আমিরাতে ৬ কোয়ারেন্টিন শেষে প্রথম ম্যাচ থেকেই দলে যোগ দিতে পারবে।

এই সবকিছু মিলিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক ভন অভিযোগ করেছেন আইপিএলের জন্যই ভিন্ন কৌশলে এই টেস্ট ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:


দুই মেয়েসহ মা নিখোঁজ উৎকন্ঠায় পরিবার

রশি দিয়ে বাধা প্রতিবন্ধী শহিদের বন্দী জীবন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত

স্কুল খোলার পর যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস!


 

ভন বলেন, আইপিএলের দলগুলো চার্টার্ড ফ্লাইটে করে খেলোয়াড়দের নিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে তাদেরকে ৬ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। টুর্নামেন্ট শুরু হতে বাকি আছে ৭ দিন। এখন দয়া করে আমাকে কেউ বলেন না যে আইপিএল ব্যতীত অন্য কোনো কারণে এই টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে।

আইপিএলের স্থগিতাংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।

news24bd.tv/আলী