অস্ট্রেলিয়ায় খেলা দেখতে গুণতে হবে নগদ অর্থ

অস্ট্রেলিয়ায় খেলা দেখতে গুণতে হবে নগদ অর্থ

অনলাইন ডেস্ক

মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এবারের আসরের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া। তবে এবার অস্ট্রেলিয়ায় আর ফ্রি-তে বিশ্বকাপ দেখতে পাবে না দেশটির ক্রিকেটপ্রেমীরা। জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল 'ক্রিকেট ডটকম ডটএইউ'।

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের অনুমতি পেয়েছে ‘ফক্সটেল’ ও ‘কায়ো’ টিভি চ্যানেল। চ্যানেল দুটি জানিয়েছে, খেলা সরাসরি দেখতে চাইলে গ্রাহকদের গুণতে হবে সাবস্ক্রিপশন ফি।  

সম্প্রতি বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। এই সিরিজও সরাসরি সম্প্রচার করেনি অস্ট্রেলিয়ান কোনো টিভি চ্যানেল।

আরও পড়ুন:

বিশ্বের ৯০ দেশে নেটফ্লিক্স র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে 'স্কুইড গেম'

টিভির পর্দায় লাল রঙের পানীয় পান করতে পারবে না নারীরা

দ. চীন সাগরে 'অজ্ঞাত বস্তুর' সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সদ্যোজাত সন্তানকে হাসপাতালে ফেলে প্রেমিকের সাথে মা উধাও


তবে 'কায়ো' টিভি চ্যানেল ১৪ দিনের জন্য সাবস্ক্রিপশন ফ্রি করে দিয়েছে। এসময় অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের ম্যাচগুলো রয়েছে।

news24bd.tv/ নকিব