বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকা স্বর্ণের বারসহ আটক ১

বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকা স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ এক নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়েছে। আটক এই স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।  

আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

জানা যায়, সকাল সাড়ে ৮টায় শুল্ক গোয়েন্দা বিভাগ বিশেষ সংবাদের ভিত্তিতে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা রক্ষী বেলালের পকেট থেকে অবৈধভাবে আনা এসব স্বর্ণের বার উদ্ধার করে।

আরও পড়ুন


দুই উপজেলা ও ১০ পৌরসভা উপনির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

শাহরুখপূত্র আরিয়ানকে হৃতিকের চিঠি, মুখ খুললেন কঙ্গনা

আরিয়ান খান গ্রেপ্তারের পর শাহরুখকন্যা সুহানা যে পোস্ট দিলো!


এর আগে সকাল ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কোন যাত্রী ভ্যাট ফাঁকি দিয়ে এই বারগুলো এনেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। তিনি বলেন, বিমানবন্দরের এক নিরাপত্তা রক্ষীকে ৮০ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।

সে বলেছে, এই বারগুলো যাত্রী টয়লেটে পেয়েছে।

সে এখনো আমাদের জিম্মায় আছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

news24bd.tv/ কামরুল