মাঠে নামছে বাংলাদেশ, মূলপর্বে যেতে যা করতে হবে

মাঠে নামছে বাংলাদেশ, মূলপর্বে যেতে যা করতে হবে

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে না হারলে এই ম্যাচ হয়ে যেত শুধুই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু প্রথম ম্যাচের দুর্ঘটনায় পয়েন্ট টেবিলের হিসাবনিকাশে ম্যাচটি হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ।  

সুপার টুয়েলভে যেতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। যে দল জিতবে, তারাই সরাসরি সুপার টুয়েলভে চলে যাবে। স্কটল্যান্ড যদি ১ রানেও হারে আর বাংলাদেশ যদি ৩ রানে জিতে, তাহলে কপাল পুড়বে স্কটিশদের। সেক্ষেত্রে বাংলাদেশ আর ওমান যাবে সুপার টুয়েলভে।
কিন্তু ওমান জিতলে বাংলাদেশেরও সমস্যা আছে। ওমান যদি ১০ রানে জিতে, তাহলে বাংলাদেশের জিততে হবে অন্তত ১৫ রানে।

আরও পড়ুন:

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

সুপার টুয়েলভে যেতে পাপুয়া নিউগিনি ম্যাচে মাহমুদউল্লাহর চাওয়া!


আবার, বাংলাদেশ যদি ১০ রানে হারে আর ওমান যদি স্কটল্যান্ডের বিপক্ষে ১৩ রানে হারে তাহলেও সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তবে বাংলাদেশের মাঝারি ব্যবধানের জয়ও সহজ করে দিতে পারে সব সমীকরণই। ফলে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের।

news24bd.tv/ নকিব