আজ রোনালদো বনাম সালাহর লড়াই, এগিয়ে থাকবে কে?

আজ রোনালদো বনাম সালাহর লড়াই, এগিয়ে থাকবে কে?

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় আজ রবিবার মুখোমুখি হচ্ছে যাচ্ছে লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে দুই জায়ান্ট দলের খেলা মানেই ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম মোহাম্মদ সালাহর লড়াই। দর্শকরাও মুখিয়ে থাকেন দুই শক্তিশালী খেলোয়ারের খেলা দেখতে।   

তিন দিন আগে ক্লপই বলেছেন, সালাহ এখন নাকি রোনালদোর চেয়েও এগিয়ে।

সি আর সেভেনও নিশ্চয়ই শত্রু শিবিরের সেনাপতির এমন মন্তব্য মাথায় রেখেই আজ ওল্ড ট্র্যাফোর্ডে নামবেন।  

এছাড়া ২৪ ঘণ্টা আগে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, 'দলে প্রত্যেকের জানা উচিত কাকে কী করতে হবে। আমি যেমন নিজের দায়বদ্ধতা নিয়ে সচেতন। জানি আমাকে গোল করতে হবে।

সঙ্গে নিজের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করাটাও দায়িত্ব। দল যাতে ঠিক পথেই এগোয়। প্রত্যেকে যদি দলের জন্য নিজেদের উৎসর্গ করে, তা হলে আমরা আরও ধারালো হয়ে উঠব। সে ক্ষেত্রে যে কোনও দলকেই হারানো সম্ভব। '

আরও পড়ুন


অতিরিক্ত আপেল খেলে হতে পারে যেসব বিপদ!

যে কারণে মহিব উল্লাহসহ ৭ খুন সংঘটিত হয়!

ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, মূল হোতা গ্রেপ্তার

পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় ইকবালের সঙ্গে যে ৩ জনের যোগসূত্র


এদিকে, রোনালদোর গোলেই ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে তিন পয়েন্ট নিশ্চিত করেছে। আর যা দেখে মুগ্ধ ক্লপ। জানিয়েছেন, 'ক্রিশ্চিয়ানোর ডান পা ছুরির মতো। গতিও অবিশ্বাস্য। কে না জানে, শূন্যে ক্রিশ্চিয়ানো ভয়ঙ্কর। তবে রবিবারের ম্যাচে আমরা আন্ডারডগ নই। আমাদেরও সালাহ মতো ফুটবলার আছে। যার বাঁ পা সম্ভবত ক্রিশ্চিয়ানোর থেকেও ভালো চলে। তাই ম্যাচটাকে সমানে-সমানে লড়াই ছাড়া অন্য কিছু ভাবছি না। ' 

news24bd.tv রিমু    

 

এই রকম আরও টপিক