এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সময় বাড়লো

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সময় বাড়লো

অনলাইন ডেস্ক

করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর সীমিত পরিসরে খুলেছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে করোনার প্রকোপ কমায় এসএসসি ও এইচএসসির পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বর্তমানে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য সেই সময় আরও বাড়ানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

আরও পড়ুন


দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

আসন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে জামাল ভূঁইয়াদের ক্যাম্প শুরু সোমবার থেকে

২৬ অক্টোবর যে নামে দল ঘোষণা করতে যাচ্ছে নূর


গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবারও ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ৩০ ডিসেম্বর।

news24bd.tv এসএম