১৯ মাস পর ইবিতে সশরীরে ক্লাস শুরু

Other

করোনা মহামারীর কারণে ১৯ মাস বন্ধ থাকার পর আজ থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলো। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠলো পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে খুশী শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ঠাসা চিরচেনা ক্যাম্পাস।

হলগুলো খুলেছে আগেই। শুরু হয়ে গেল ক্লাসও। শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ। প্রথম দিনেই প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা, একসঙ্গে বসে আড্ডা অ্যাসাইনমেন্ট সবই করেছেন।
তবে সবই করতে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। ১৯ মাস যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার দাবি রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

আরও পড়ুন: এই পুরো প্রক্রিয়াটি একটি এবাদত

বন্ধের মধ্যেও অনলাইনে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। আর সশরীরে পরীক্ষা শুরু হয়েছে একমাস আগে। তারপরও সেশনজট কমাতে ৬ মাসের সেমিস্টার চার মাসের শেষ করার চেষ্টা চালানোর কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ মাসে বন্ধ হয়ে যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।

news24bd.tv নাজিম