পাকিস্তানের সঙ্গে লড়তে যাওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক যা বললেন

পাকিস্তানের সঙ্গে লড়তে যাওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক যা বললেন

অনলাইন ডেস্ক

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে দেওয়া পাকিস্তান আজ রাত ৮টায় লড়বে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে।

গত সেপ্টেম্বরে পাকিস্তানকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তার অজুহাতে ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড।

এদিকে শুরু হতে যাওয়া ম্যাচটির ব্যাপারে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, সম্প্রতি কী হয়েছে সেটা ভুলে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দেওয়া উচিত।

সন্দেহ নেই যে, ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তান বেশ উজ্জীবিত।

আরও পড়ুন:


পাগলীর জন্ম নেওয়া সন্তানের পিতা এমপি বদি

শোয়েব মালিককে ‘দুলাভাই’ ‘দুলাভাই’ বলে ডাকল ভারতীয় দর্শকরা (ভিডিও)

সূর্য ডোবার আগেই আটক নেতাকর্মীদের মুক্তি দাবি রিজভীর

ফ্লাইওভারে ফাটল, যা বললেন মেয়র


 

‌‘আমাদের দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। শেষ দুই বছরে আমরা একে অপরের বিপক্ষে অনেকবার খেলেছি। আমি নিশ্চিত বাবর আজমরা এবারো খোলা মনে খেলবে।

আরব আমির শাহিতে খেলা হওয়ায় দর্শকদের সাপোর্ট পাবে পাকিস্তান ক্রিকেট দল। কারণ তারা সব সময় এখানেই খেলে। ’

গত সেপ্টেম্বরে পাকিস্তানে ম্যাচ বাতিল নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, এটা ছিল হতাশাজনক পরিস্থিতি। আমি জানি পাকিস্তানে নিউজিল্যান্ডের যে দলটি গিয়েছিল তারা সেখানে খেলার জন্য কতটা মুখিয়ে ছিল। আর এটি সত্যিকারের লজ্জা যে, সেভাবে বিষয়টি হয়নি।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর