আপনার সন্তান,ভাই বা বোন কি মাদ্রাসায় পড়ে?

গুলজার হোসাইন উজ্জ্বল

আপনার সন্তান,ভাই বা বোন কি মাদ্রাসায় পড়ে?

Other

অধ্যাপক মেসবাহ কামালের কথার সূত্র ধরে মাদ্রাসা শিক্ষা নিয়ে নতুন করে বেশ বিতর্ক শুরু হয়েছে৷ 

আমিও এবিষয়ে কিছু বলতে চাই৷
 
তার আগে আমার ফেসবুক বন্ধুদের কাছে সবিনয়ে প্রশ্ন রাখি।

আপনার সন্তান,ভাই বা বোন কি মাদ্রাসায় পড়ে? 
যদি না পড়ে  তাহলে কি ভবিষ্যতে পড়াবেন বলে ভাবছেন? 
যদি দুটিরই উত্তর 'না' হয় তাহলে কেন পড়াননাই বা পড়াবেন না বলে ভাবছেন?

আরও পড়ুন

বাবা ও পরকীয়া প্রেমিকাকে পেটালো দুই মেয়ে

পল্টন চেকপোস্টে বোমা হামলা: সিটিটিসি

স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ 

সুনির্দিষ্ট উত্তর দেবেন। পালটা প্রশ্ন বা আমাকে ট্যাগ দেবার উদ্দেশ্যে মন্তব্য করবেন না আশা করি। আপনার উত্তরের মধ্যেই হয়ত অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে।

আমরা একটা সুস্থ আলোচনা করতেই পারি।  
বিঃদ্রঃ প্রশ্নটি শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য নয়, হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায়ের জন্যও।

(মত-ভিন্নমত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

news24bd.tv/এমি-জান্নাত