পাক-ভারত সেই ম্যাচে টিভি দর্শকের রেকর্ড

পাক-ভারত সেই ম্যাচে টিভি দর্শকের রেকর্ড

অনলাইন ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ টিভিতে দেখেছেন ১৬ কোটি ৭০ লাখ দর্শক। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ  সংখ্যাক দর্শক দেখা ম্যাচ। আইসিসি টুর্নামেন্টে দুই বছর পর গত ২৪ অক্টোবর মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ কোটি ৭০ লাখ দর্শক এই ম্যাচ দেখেছেন।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছাপিয়ে টি-টোয়েন্টি এ ম্যাচই সবচেয়ে বেশিসংখ্যক দর্শক দেখেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ১০ উইকেটের দারুণ জয়ে শুভসূচনা করে বাবর আজমের দল। পাকিস্তান সেমিফাইনালে উঠলেও সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে ভারত।

 

ভারতের সংবাদমাধ্যমকে স্টার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেছেন, ১৬ কোটি ৭০ লাখ দর্শক দেখায় ইতিহাস তৈরি করেছে ভারত-পাকিস্তান ম্যাচ।  

আরও পড়ুন: 


তেলের দাম বৃদ্ধি, চট্টগ্রামে গণপরিবহন বন্ধ

৭৩-এ শেষ বাংলাদেশ

এবারের পাকিস্তানকে দেখে শোয়েবের ‌‘ভয়’


 

স্টার ইন্ডিয়া জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ থাকলেও সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট মনোযোগ দিয়ে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। সুপার টুয়েলভের প্রথম ১২ ম্যাচ পর্যন্ত টিভিতে দর্শক চোখ রেখেছেন ৪৭ বিলিয়ন মিনিট।

news24bd.tv/আলী