আইনমন্ত্রীর কথা সত্য নয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে

আইনমন্ত্রীর কথা সত্য নয়: ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।

তিনি বলেন, আইনমন্ত্রীর কথা সত্য নয়, সরকার চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে এবং চাইলে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারেন।

আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আইনে নেই এটি ডাহা মিথ্যা কথা।

যে আইনের কথা তারা বলেছেন (৪০১) সেখানেই বলা আছে, সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন। সরকার চাইলে তাকে বিদেশেও পাঠাতে পারেন। শুধু তাই নয় সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন।  

আরও পড়ুন:


হাতুড়িপেটা করে নদের পাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা

মার্ক জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর আইনি নোটিশ

প্রথম প্রকাশ্যে এসে পুনিতের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস!


তিনি বলেন,  সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন।

কিন্তু তাদের লক্ষ্য একটাই, খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এমন কি তাকে জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সে কারণে তারা তাকে এ সুযোগ করে দিতে চাচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, আমরা আগামীকাল (শনিবার) গণঅনশনের আহ্বান জানিয়েছি। জায়গা না পাওয়ায় নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসের সামনেই ৯টা থেকে৪ টা পর্যন্ত এ গণঅনশন চলবে। সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

news24bd.tv নাজিম