‘এই শীতের রাইতে অহন আরামে ঘুমাইতারবাম।’

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শীতার্তের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হচ্ছে।

‘এই শীতের রাইতে অহন আরামে ঘুমাইতারবাম।’

অনলাইন ডেস্ক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২০০ শীতার্তের মাঝে  দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়েছে।

শুভসংঘের আয়োজনে সোমবার সকালে উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে পূর্বধলা প্রেস ক্লাব চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

সকালে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. ইয়াহীয়া, সুকান্ত সরকার, মো. তৌফিকুল ইসলাম, মেহেরুননেছা, পারভীন আক্তার, মাজেদা আক্তার খাতুন প্রমূখ।

বিকেলে পূর্বধলা প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানের অতিথি ছিলেন, পূর্বধলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য মো. মুস্তাক আহমেদ, আল মনুসর, ছাত্রনেতা আকাশ আহমেদ প্রমুখ।

সহায়তায় কম্বল পেয়ে অনুভূতি ব্যক্ত করেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী গ্রামের হেলেনা আক্তার।

তিনি বলেন ‘এই শীতটার মধ্যে বেশি কষ্ট অইতাছিন। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে। এই শীতের রাইতে অহন আরামে ঘুমাইতারবাম।

আরও পড়ুন:

হারুনের এক বক্তব্যেই সংসদে উত্তেজনা, হারুন বললেন...

‘কম্বলটা যে দিছে আল্লাহ যেনো তার ভালা করে’

‌‘তোমার পত্রিকার মালিক বায় হাজার বছর বাঁচুক’

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক