শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন বিক্রমাসিংহে

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন বিক্রমাসিংহে

অনলাইন ডেস্ক

দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তাঁর পদে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার।

শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাঁকে বলেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিতে। সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট, তার স্ত্রী, একজন দেহরক্ষী এবং চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।

এর আগেও বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে বিদেশে পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর সমুদ্রপথেও দেশ ত্যাগের চেষ্টা করেন প্রেসিডেন্ট।

শ্রীলঙ্কাজুড়ে গেল কয়েক শতকের মধ্যে ভয়াবহ আর্থিক সঙ্কটের কারণে তীব্র চাপের মুখে পড়েন গোতাবায়া। এরই পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, বুধবার পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই শ্রীলঙ্কার কোনো আইনেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে তিনি বিদেশে যেতে চান বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৯ জুলাই) জনতা বাসভবনে হামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী কলম্বোর প্রধান প্রতিবাদস্থল গল ফেস গ্রিনে বিক্ষোভকারীদের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্টের পদত্যাগের অপেক্ষায় মঙ্গলবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ পার্কটিতে ভিড় করেছিল। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের প্রশাসনকে দায়ী করে দেশটির জনগণ।

এদিকে, শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

news24bd.tv/রিমু