এনডিটিভির বড় অংশ কিনে নিচ্ছে আদানি গ্রুপ

প্রতীকী ছবি

এনডিটিভির বড় অংশ কিনে নিচ্ছে আদানি গ্রুপ

অনলাইন ডেস্ক

ভারতে অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি বড় অংশ কিনে নিচ্ছে আদানি গ্রুপ। মঙ্গলবার আদানি গ্রুপ জানিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে।  

আদানি গ্রুপের মিডিয়া ইউনিট, প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এর পর আরও ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা।

এর মাধ্যমে চ্যানেলটির বেশিরভাগ শেয়ারের মালিকানা পাবে গৌতম আদানির নেতৃত্বাধীস আদানি গ্রুপ।  

এই শেয়ার কিনতে আদানি গ্রুপের খরচ হবে ৪ দশমিক ৯৩ বিলিয়ন রুপি বা ৬১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার।  

আদানি গ্রুপের সাতটি সর্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। বিমানবন্দর এবং বন্দর, বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সমিশন, কয়লা এবং গ্যাসের ব্যবসা হয়েছে এসব কোম্পানির।

 

বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো এনডিটিভি ২৪x৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট। এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশির ভাগ শেয়ার কিনেছে আদানি গ্রুপ। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

news24bd.tv/কামরুল