উড়তে থাকা আলকারাজকে মাটিতে নামাল অগার-আলিয়াসিম

সংগৃহীত ছবি

উড়তে থাকা আলকারাজকে মাটিতে নামাল অগার-আলিয়াসিম

অনলাইন ডেস্ক

সপ্তাহ পেরোয়নি ইউএস ওপেন জয়ের স্বাদ পেয়েছেন কার্লোস আলকারাজ। কিংবদন্তি সব টেনিস তরকাদের পেছনে ফেলে সবচেয়ে কমবয়সে হয়েছেন টেনিসের নম্বর ওয়ান তারকা। রীতিমত উড়ছিলেন ১৯ বর্ষী এই টেনিস তারকা। তবে মাটিতে নামতে সময় লাগল না।

ভ্যালেন্সিয়ায় ডেভিস কাপে কানাডিয়ান ফেলিক্স অগার-আলিয়াসিমের কাছে ৬-৭ (৩/৭), ৬-৪ ও ৬-২ সেটে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছেন স্প্যানিয়ার্ড।

শুক্রবার, প্রথম সেটে আলকারাজের চোখে চোখ রেখে লড়ে গেছেন কানাডিয়ান। একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রতিপক্ষের দিকে। সার্ভিস পয়েন্টের ৭৯ শতাংশ জিতেও শেষ পর্যন্ত তাকে টাই-ব্রেক টেনে নেয় আলকারাজ।

তবে শেষ পর্যন্ত সেখানে শেষ হাসি হেসেছেন অগার-আলিয়াসিম। ৭/৩ ব্যবধানে জয় তুলে নেন তিনি।

টাইব্রেকে, অগার-আলিয়াসিমে লিড নেওয়ার পর একটি মিনি-ব্রেক অর্জন আলকারাজ। সুযোগ ছিল ফিরে আসার। তবে অবিচল কানাডিয়ানের কাছে পেরে ওঠেননি নম্বর ওয়ান তারকা। ৬-৪ ব্যবধানে জিতে নেয় সেট।

তৃতীয় সেটটিতে, ক্লান্ত হয়ে পড়েন আলকারাজ। সুযোগ লুফে নিতে ভুল করেননি র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা অগার-আলিয়াসিম। জয় তুলেন ৬-২ ব্যবধানে। লিখেন মহাকাব্য। সেই সাথে বার্তা দিয়ে রাখলেন এই আসরে দারুণ কিছু করার।

news24bd.tv/আমিরুল