ওয়াশিংটন ডিসিতে শুরু ষষ্ঠ টিকফা বৈঠক

ওয়াশিংটন ডিসিতে শুরু ষষ্ঠ টিকফা বৈঠক

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ষষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি -টিকফা বৈঠক। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

এবারের বৈঠকে বাণিজ্য সচিবের সাথে বাংলাদেশের পক্ষে আরও আছেন কৃষি সচিবসহ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাম্বাসেডর ইমরান আহমেদ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

চলমান টিকফা বৈঠকে রপ্তানি পণ্যে শুল্ক ছাড়সহ ছয়টি বিশেষ এজেন্ডা উত্থাপন করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এরমধ্যে পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করা আলোচনায় অগ্রাধিকার পাবে। যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশে আরও বিনিয়োগ করে সে ব্যাপারে আলোচনা হবে।

জানা গেছে, এই বৈঠকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার জন্য এজেন্ডা রাখা হয়েছে ১১টি। এরমধ্যে তৈরি পোশাক শিল্প কারখানায় সঠিক কর্ম পরিবেশ রাখা এবং ট্রেড ইউনিয়ন করার বিষয়টি অগ্রাধিকার পাবে।

news24bd.tv/FA