হাজার কোটি টাকা পাচারে ইয়াসিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ফাইল ছবি

হাজার কোটি টাকা পাচারে ইয়াসিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর এক হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ আদেশ দেন।

দুই সপ্তাহের মধ্যে বিএফআইইউ, সিআইডি ও দুদককে তদন্ত করে রুলের জবাব দিতে আগামী ৯ মার্চ শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট।

এ সময় আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ইয়াসিন চৌধুরী বিদেশে অবস্থান করে সরকারবিরোধী নানা তৎপরতাসহ আন্দোলনে মদদ ও অর্থের জোগান দিচ্ছেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ ও আন্দোলনে অর্থের জোগান দিচ্ছেন ইয়াসিন।

news24bd.tv/হারুন