শ্যাম্পুর বিকল্প ৩ ঘরোয়া টোটকা

প্রতীকী ছবি

শ্যাম্পুর বিকল্প ৩ ঘরোয়া টোটকা

অনলাইন ডেস্ক

বাজারচলতি শ্যাম্পুতে থাকে নানা রাসায়নিক। ঘন ঘন শ্যাম্পু করার ফলে চুলের হাল শোচনীয় হতে থাকে। তবে শ্যাম্পুর কিছু ঘরোয়া বিকল্প আছে, যেগুলি ব্যবহার করলে একই রকম কাজ হবে।

১।

অ্যাপল সাইডার ভিনিগার

ওজন ঝরতে অ্যাপল সাইডার ভিনিগার দারুণ কার্যকর। মেদ ঝরানোর পাশাপাশি চুল পরিষ্কার রাখতেও এই ভিনিগার সাহায্য করে। এই ভিনিগারে আছে অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান। তা মাথার ত্বকের ময়লা, মৃত কোষ দূর করতে সাহায্য করে।

খুশকির সমস্যা থাকলে এই ভিনিগার দিয়ে চুল ধুতে পারেন। সুফল পাবেন।

২। লেবুর রস

শ্যাম্পু করতে গিয়ে দেখলেন বোতল ফাঁকা। কিন্তু শ্যাম্পু না করলেও চলবে না। তা হলে উপায়? শ্যাম্পুর বিকল্প হিসাবে মাথায় মাখুন লেবুর রস। লেবুর রস খুশকির সমস্যা দূর করতেও দারুণ উপকারী। গরম পানিতে লেবুর রস মিশিয়ে তারপরেই ব্যবহার করুন। বেশি উপকার পাবেন।

৩। অ্যালোভেরা

ভিটামিন, মিনারেলস, এনজাইম, সেলিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ অ্যালো ভেরা শ্যাম্পুর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। মাথার ত্বকে জমে থাকা তেল র‍্যাশ, ব্রণর জন্ম দেয়। অ্যালোভেরা এই সব কিছুর সমস্যা থেকে মুক্তি দেয়। এতে থাকা অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের যত্ন নেয়। শ্যাম্পুর পরিবর্তে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

news24bd.tv/রিমু