আ. লীগ নেতার কোরবানির গরু চুরি!

সংগৃহীত ছবি

আ. লীগ নেতার কোরবানির গরু চুরি!

চোরে না শোনে ধর্মের কাহিনী,তাইতো কোরবানির গরুতেও চোখ পড়লো চোরের। ঈদের মাত্র আর কয়েক ঘণ্টা বাকি। এরইমধ্যে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের এক সিঙ্গাপুর প্রবাসী ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামরুলের কোরবানি গরু চুরি হয়েছে।

গত সোমবার (২৬ জুন) বরুড়ার হরিপুর বাজার থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকায় গরুটি ক্রয় করেন কামরুজ্জান।

তারপর নিজ বাড়ির গোয়াল ঘরে গরুটি রাখা হয়।

বুধবার (২৮ জুন) রাত ৩টা থেকে ৫টার মধ্যে গোয়াল ঘর থেকে গরুটি চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে।

গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেননি গরুর মালিক কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, করোনা সংকটকালে দেশে ছিলাম। অর্থনৈতিক ক্রাইসিসে আছি। সিংগাপুর আসছি প্রায় এক বছর হয়েছে। সংসারের সকল ব্যয়ভার আমার ওপর ডিপেন্ডেবল এজন্য বাড়ি থাকা সাড়ে তিন বছরে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। সিংগাপুর আসার পর ধীরে ধীরে ঋণ পরিশোধ করছি। এই কোরবানির টাকাটা অনেক কষ্ট করেই সংগ্রহ করেছি। কিন্তু এখন বিকল্প কোন পথ দেখিনা।

কামরুজ্জামান কামরুল উপজেলা উত্তর খোশবাস ইউনিয়নের আওয়ামীলীগের সদস্য।

বরুড়া থানা ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা এই ধরনের কোন অভিযোগ পাইনি। আমরা যথেষ্ট চেষ্টা করছি, গরু চোর কমিয়ে আনার জন্য। ইতিমধ্যে অনেক গরু চোরকে আটক করে কারাগারে প্রেরণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে।

News24bd.tv/aa