চাঁদের এক দিন পৃথিবীর প্রায় ২৮ দিনের সমান, কিন্তু কেন?

সংগৃহীত ছবি

চাঁদের এক দিন পৃথিবীর প্রায় ২৮ দিনের সমান, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

আপনি যদি ভেবে থাকেন চাঁদের একটি দিন আর পৃথিবীর একদিন সমান, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। চাঁদের এক দিন পৃথিবীর প্রায় ২৮ দিনের সমান। চাঁদ মূলত ২৭ দশমিক ৩ দিনে পৃথিবীর চারপাশ একবার প্রদক্ষিণ করে করে।  

এর পেছনে রয়েছে চাঁদের ঘূর্ণন গতি।

কেননা চাঁদের আহ্নিক গতি নেই। ধীর গতির ফলে পৃথিবীর চারপাশে চাঁদের প্রদক্ষিণ সম্পূর্ণ করতে প্রায় ২৮ দিন সময় লাগে।

এছাড়া ২৭ দশমিক ৩ দিনে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার কক্ষপথে বরাবর প্রায় ২৬ দশমিক ৯ ডিগ্রি এগিয়ে যায়, সঙ্গে চাঁদও এক চক্র শেষ করে। তবে চাঁদ আগের অবস্থানে পৌঁছতে পারে না।

ফলে কৌণিক দূরত্বের পিছিয়ে পড়া পথ শেষ করতে আরও সময় লাগে।

সেই হিসাবে চাঁদের একবার সূর্য উদয় ও অস্ত হতে পৃথিবীর ২৭ দশমিক ৩ দিনের সমান লাগে।

এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সম্প্রতি উৎক্ষেপণ করা চন্দ্রযান-৩ দ্রুতই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৩ আগস্ট এটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে।

News24bd.tv/AA