বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে সরকারি ঘর ও নলকূপ দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মুসলিমা বেগম সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেছেন। তবে, ইউপি চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে তাকে বিতর্কিত করতে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে মুসলিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, খানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন আমাকে বলেন, ইউনিয়নে সরকারী পাকা ঘর এসেছে।

ঘর পেতে হলে প্রতিটি ঘরের জন্য ওপর মহলে ৫০ হাজার টাকা দিতে হবে।

তিনি বলেন, ঘর পেতে ধার দেনা করে আমি চেয়ারম্যানের কাছে ৩০ হাজার টাকা তুলে দেই। পরে গভীর নলকূপ বরাদ্দ দেয়ার কথা বলে চেয়ারম্যানের স্ত্রী শিলা বেগম আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন।

অভিযোগ করে তিনি বলেন, কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাকে ঘর ও নলকূপ কোনোটাই দেয়নি।

বরং টাকা ফেরত চাইতে গেলে আমাকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়েছে। এর সঠিক বিচার ও টাকা ফেরত পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
দৃষ্টি কামনা করেন তিনি।

এসব অভিযোগ অস্বীকার করে খানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন বলেন, একটি পক্ষ আমাকে বিতর্কিত করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। আমি সরকারি ঘর ও নলকূপ প্রদানের কথা বলে কারও কাছ থেকে টাকা নেইনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক