নিলামে কামিন্সকে নিয়ে কাড়াকাড়ি, ইতিহাস গড়ে কিনল হায়দরাবাদ

সংগৃহীত ছবি

নিলামে কামিন্সকে নিয়ে কাড়াকাড়ি, ইতিহাস গড়ে কিনল হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে রীতিমতো কাড়াকাড়িই হয়েছে আইপিএলের নিলামে। এরপর রেকর্ড দামে তাকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের দাম ২০ কোটি রুপির ওপর যায়নি। তবে কামিন্সের দাম উঠেছে ২০.৫০ কোটি রুপি।

বলাই বাহুল্য, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত অধিনায়কত্ব এবং পারফরম্যান্সের কারণেই নিলামে তাকে নিয়ে লাগে কাড়াকাড়ি। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে যেতে হায়দরাবাদ।

এদিকে, বলতে গেলে দারুণ দাও মেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ থেকে পাওয়া তারকা নিউজিল্যান্ডের রাচিন রবিন্দ্রকে মাত্র ১ কোটি ৮০ লাখ রুপিতে পেয়ে গেছে তারা।

সিএসকে ফের দলে ভিড়িয়েছে শারদুল ঠাকুরকে। ৪ কোটি রুপিতে এই অলরাউন্ডারকে পেয়েছে তারা।

বিশ্বকাপে নজরে আসা আরেক ক্রিকেটার দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েৎজেকে দলে ভিড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নস মুম্বাই ইন্ডিয়ানস। ৫ কোটি রুপিতে তাকে কিনেছে মুম্বাই।

news24bd.tv/SHS