দুই গোলে পিছিয়ে থেকেও ইউনাইটেডের জয় 

সংগৃহীত ছবি

দুই গোলে পিছিয়ে থেকেও ইউনাইটেডের জয় 

অনলাইন ডেস্ক

শেষ চার ম্যাচে নেই কোনো জয়। প্রতিপক্ষের জালেও নেই কোনো গোল। এমন দুর্দশার মধ্যে গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা অ্যাস্টন ভিলার মোকাবিলা করতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৬ মিনিটের মধ্যে হজম করে বসে দুটি গোলও।

কিন্তু এরপরই জেগে ওঠে স্বাগতিকরা। একে একে তিন গোল করে জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।  

ওল্ড ট্রাফোর্ডে রুদ্ধশ্বাস ম্যাচে ইউনাইটেডের ৩-২ গোলে জয়ের নায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। তার জোড়া গোলেই ৩ পয়েন্ট পেয়েছে রেড ডেভিলসরা।

স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন রাসমুন্ড হইলুই।

স্মরণীয় কামব্যাকের আগে ম্যাচের ২১ মিনিটে জন ম্যাকগিন ও ২৬ মিনিটে লেন্ডার ডেনডোনকারের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টারের ক্লাবটি। প্রথমার্ধে কোনো গোল শোধ দিতে না পারলেও ৫১ মিনিটে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে ৫১ মিনিটে প্রথম জালের দেখা পান গারনাচো। ৭১ মিনিটে পরের গোলটিও আর্জেন্টাইন ফুটবলারের। এরপর জয়ের স্বপ্ন বুনতে থাকে স্বাগতিকরা। হইলুই ৮২ মিনিটে গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।

এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে টেবিলের তিনে। ৪১ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল।

news24bd.tv/SHS