পশ্চিমারা তাইওয়ানকে ভুল সংকেত দিচ্ছে: বেইজিং

ছবি: সংগৃহীত

পশ্চিমারা তাইওয়ানকে ভুল সংকেত দিচ্ছে: বেইজিং

অনলাইন ডেস্ক

দ্বীপরাষ্ট্র তাইওয়ানে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং জয় লাভ করায় পশ্চিমা দেশগুলোর শুভেচ্ছার তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ জানুয়ারি) আরটি'র এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সাধুবাদ জানিয়ে পশ্চিমারা এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, যা চীন কখনোই কামনা করে না।

তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন লাই চিং তে।

তিনি আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিলেন যে, তাইওয়ান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তিনি তাইওয়ানের সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে চীন থেকে আসা সকল হুমকি এবং বাধা মোকাবেলা করবেন।

এর আগে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসাবে লাই চীন তে-র নাম ঘোষণা করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিংকেন তাইপের উদ্দেশে এক বার্তায় বলেন, আমরা তাইওয়ানের নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাব।

উল্লেখ্য, শনিবার (১৩ জানুয়ারি) ২ কোটি ৩০ লাখ মানুষের স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ভোটগ্রহণ হয়।

আট ঘণ্টার ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে টানা তৃতীয়বারের মত চীনবিরোধী নেতা লাই চিং তে জয়লাভ করেছিলেন।  এদিকে লাই চিং’র প্রতি আগে থেকেই যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ছিল বলে মনে করা হচ্ছিল।

news24bd.tv/SC