সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।

সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো দেশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, সকাল ৭টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

কোরিয়া উপদ্বীপে উত্তেজনাকর পরিস্থিটির মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটলো। রোববার(২৮ জানুয়ারি) উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। পুলওয়াসাল-৩৩১ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো সাবমেরিন থেকে ছোঁড়া হয় এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন স্বয়ং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ।

news24bd.tv/ab