দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে - নিউজ টোয়েন্টিফোর

দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা মিন-আরা পারভীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে উদ্যোক্তারা।

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উদ্যোক্তারা অভিযোগ করেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় শিল্পকলা চত্বরে তিন দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দ থাকলেও কালচারাল অফিসার নিম-আরা পারভিন তার নিজের ইচ্ছে মত উদ্যোক্তা বানিয়ে স্টল বরাদ্দ দিয়েছেন এবং প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হয়েছে।

এ বিষয়ে ওই অফিসারের সঙ্গে কথা বলতে গেলে তিনি উদ্যোক্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা।

উক্ত মানববন্ধনে ‘আমরা উত্তরবঙ্গের উদ্যোক্তা’ সংগঠনের মুক্তি, মানতাসা, বাপ্পি, বকুল, রাকিব, আশা, সুমিসহ অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/SHS