জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি

বিভিন্ন শহরে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন হাজারো ইসরায়েলি নাগরিক।

জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি

অনলাইন ডেস্ক

হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে রাজধানী তেল আভিভসহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন হাজারো ইসরায়েলি নাগরিক। শনিবার (৬ এপ্রিল) রাতে তাদেরকে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে, এবং যুদ্ধের ছয় মাসেও জিম্মিদের মুক্ত করতে না পাড়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। খবর আল জাজিরার।

ইসরায়েলি গণমাধ্যমে নিরাপত্তারক্ষী এবং বিক্ষোভকারীদের মাঝে সংঘর্ষ হতে এবং কিছু জায়গায় বিক্ষোভকারীদেরকে আগুন দিতে দেখা যায়।

ইসরায়েলের হারেতজ সংবাদপত্র জানায়, বিক্ষোভকারীরা ‘পুলিশ তুমি কাকে নিরাপত্তা দিচ্ছো?’ এবং ‘বেন গাভির একজন সন্ত্রাসী’ ইত্যাদি বলে স্লোগান দিচ্ছিলো। বেন গাভির হচ্ছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী।

তেল আভিভের পাশাপাশি ইসরায়েলের আরও ৫০টি শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক