শফিউলের বলে কুপোকাত রোহিত

শফিউলের বলে কুপোকাত রোহিত

অনলাইন ডেস্ক

শফিউলের বলে কুপোকাত হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। ৬ বলে মাত্র দুই রান করে বোল্ড হয়ে যান তিনি। বলা যায় গত ম্যাচের বিস্ফোরক এ ব্যাটসম্যানকে আউট করে অনেকটা স্বস্তি অনুভব করছে টাইগাররা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪।

বর্তমানে শেখর ধাওয়ান ১৫ বলে ১৯ ও কেএল রাহুল ৯ বলে ১২ রান নিয়ে ব্যাট করছেন।

টি-টোয়েন্টিতে আগে ব্যাট করায় ভারতের আপত্তির কথা সর্বজনবিদিত। এ কারণে প্রথমে ফিল্ডিং করতে চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। টসে জিতে তাই কোনো ঝুঁকি নেননি।

ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ দলে একটিই পরিবর্তন। চোটের কারণে নেই মোসাদ্দেক হোসেন, তাঁর বদলে দলে এসেছেন মোহাম্মদ মিঠুন।

আর ভারত দলেও আছে এক পরিবর্তন। বাজে ফর্মের কারণে বাদ ক্রুনাল পান্ডিয়া। ঢুকেছেন মনীষ পাণ্ডে।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত, মনীষ পাণ্ডে, শিভাব দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)