মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলার সেবা স্থগিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলার সেবা স্থগিত

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে

করোনা ভাইরাস প্রতিরোধে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলার সেবা স্থগিত করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার প্রবাসীদের সুরক্ষার স্বার্থে একটি নোটিশ জারি করেছে বাংলাদেশ হাইকমিশন।

দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের মালয়েশিয়া সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা/বিধি-নিষেধ আবশ্যিকভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে সরকার কর্তৃক ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সবধরনের গণজমায়েত ও বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য এবং সরকারি ও বেসরকারি অফিসে না যাওয়ার নির্দেশনা জারি করেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের সুরক্ষার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮-৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের সকল প্রকার কনস্যুলার সেবা স্থগিত থাকবে।

নোটিশে বলা হয়েছে, শুধু অতি জরুরি ও অত্যাবশ্যকীয় প্রয়েজনে অফিস চলাকালীন সময়ে নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করে দূতাবাসের সেবা গ্রহণ করার কথা নোটিশে বলা হয়েছে।

পাসপোর্ট সংক্রান্ত:+৬০১৭৩১৮৮৫৪২,+৬০১১৩৯৯৪৪৯২২, +৬০১৪৯৪৪৭০৪৪ ও +৬০১৬৩০৭২৪৩৮

ভিসা/সত্যায়ন ও সার্টিফিকেট সংক্রান্ত +৬০১৩৩৫৫৯৮২১,+৬০১১১৬৩৮০৫২৬ +৬০১৪৬০৫১১৩৪,+৬০১৬৮৩৭৯৩১৩
ট্রাভেল পাস/প্রবাসীদের কল্যাণ সংক্রান্ত +৬০১৬৫৪৭৬৫৮০,+৬০১২২৯০৩২৫২,+৬০১২২৯৪১৬১৭ ও +৬০১২৪৩১৩৫০
হাইকমিশনের ল্যান্ড টেলিফোন নাম্বার +৬০৩২৬০৪০৯৪৬ হাইকমিশনের ইমেইল:mission.kualalumpur@mofa.gov.bd

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর