কিমের দেশে করোনার হানা, শহর লকডাউন

কিমের দেশে করোনার হানা, শহর লকডাউন

অনলাইন ডেস্ক

লকডাউন উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং। দেশে প্রথম করোনা হানার আশঙ্কায় কোনও রকম ঝুঁকি না নিয়িই উত্তর কোরিয়ান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ভাইরাস নিয়ন্ত্রণে “সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার অ্যালার্ট জারি করতে শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন কিম জং উন।

এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

যদি নিশ্চিত হওয়া যায়, তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা কেস।

কেসিএনএ আরো জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাঁকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

ওই ব্যক্তিকে দক্ষিণের সীমান্তে অবস্থিত ক্যাসং সিটিতে পাওয়া যায়, তাঁকে কঠোর কোয়ারান্টিনের আওতায় রাখা হয়েছে, যারা তাঁর সংস্পর্শে এসেছিল, তাঁদেরকেও একই ভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ