অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন আনবে বেক্সিমকো

অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন আনবে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯-এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ঘোষণা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

ভারতের কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশে অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন আনবে বেক্সিমকো। শুক্রবার কোম্পানি দুটির পক্ষ থেকে এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়।  

news24bd.tv

এতে বলা হয়, ভ্যাকসিন উন্নয়নে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় বিনিয়োগ করবে বেক্সিমকো।

এই বিনিয়োগ অগ্রিম হিসেবে বিবেচিত হবে। ভ্যাকসিন যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন যেসব দেশ সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে তাদের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকবে।  

news24bd.tv

বর্তমানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে বড় পরিসরে অক্সফোর্ড ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম