মুক্তির মহানায়ক

মুক্তির মহানায়ক

সুকন্যা আমীর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল রাজনৈতিক ও সংগ্রামী জীবনচিত্র নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে প্রদর্শনী।  

চিত্রকর্ম এবং আলোকচিত্রের মাধ্যমে এ প্রদর্শনীতি উঠে এসেছে জাতির পিতার স্বপ্ন, আশা আকাঙ্খার প্রতিচ্ছবি। জাতির পিতার জন্মশতবর্ষ এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ আয়োজন। প্রতিটি ক্যানভাসেই নানা অভিব্যক্তিতে মূর্ত হয়েছেন বঙ্গবন্ধু।

 

news24bd.tv

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজার ১, ২ ও ৩ নম্বর গ্যালারী। প্রবেশ করতেই দেখা যাবে চারিদিক জুড়ে কেবল রং-তুলির আঁচড়ে উদ্ভাসিত, জাতির পিতার মুখচ্ছবি।

দেয়াল জুড়ে অবিসংবাদিত নেতার জীবনের নানা অধ্যায়। শুধু তাই নয়, দেখা মেলে বঙ্গবন্ধুর বর্ণিল রাজনৈতিক ও সংগ্রামী জীবনচিত্রও।

এসব ছবিতে স্পষ্ট দৃশ্যমান জাতির পিতার স্বপ্ন, আশা আকাঙ্খার প্রতিচ্ছবি।

news24bd.tv

চিত্রকর্মগুলো আঁকা হয়েছিল ‘বঙ্গবন্ধু : জীবন থেকে চিত্রপটে’ শীর্ষক একটি আর্ট ক্যাম্পে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে ১০০ শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল আর্ট ক্যাম্পটি। রয়েছে চিত্রকর্মের সঙ্গে স্বাধীনতার মহান স্থপতির নানা সময়ের আলোকচিত্রও।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘মুক্তির মহানায়ক’ শীর্ষক এ প্রদর্শনী চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ভার্চুয়াল প্লাটফর্ম এবং সরাসরি এ দুই মাধ্যমেই দেখা যাবে প্রদর্শনীটি।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম