লাদাখ সীমান্তে গুলি চালিয়েছে ভারত দাবি চীনের

লাদাখ সীমান্তে গুলি চালিয়েছে ভারত দাবি চীনের

মাসুদ রানা

লাদাখ সীমান্তে গুলি চালিয়েছে ভারত এমনটায় দাবি করছে চীন। আর এই ধরণের বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার আহ্বান বেইজিংয়ের।  

তবে এমন ঘটনাকে অস্বীকার করে চীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে দিল্লী। চলমান পরিস্থিতিকে গুরুতর হিসেবে আখ্যা দিয়ে সংকট নিরসনে রাজনৈতিক আলোচনা প্রয়োজন বলে মনে করছে ভারত।

তবে চলমান উওেজনার মাঝেই অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি করছে চীন। অন্যদিকে ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী হাইপারসনিক প্রযুক্তি চালিত যান উড্ডয়নের সফল পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লী।  

লাদাখ সীমান্ত নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা। পাল্টাপাল্টি হুমকিতে ব্যস্ত চীন ভারত, এমন অবস্থায় ভারতীয় সেনারা লাদাখ সীমান্তে দ্বিপাক্ষিক সমঝোতা ভেঙে গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে চীন।

এই গোলাগুলিকে ওয়ার্নিং শট হিসেবে উল্লেখ করা হয়েছে।  

চীনের পিপলস লিবারেশন আর্মির এক মুখপাত্র জানিয়েছে,  চীনা সীমান্ত রক্ষীরা ওই পরিস্থিতি স্থিতিশীল রাখতে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তবে চীন ঠিক কী ধরণের ব্যবস্থা নিয়েছিল তা পরিষ্কার উল্লেখ করা হয়নি।

তবে চীনের এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনী বলছে চীনা বাহিনী নিজেরাই গুলি ছুড়েছে এবং মিথ্যা দোষারোপে দিয়ে আন্তর্জাতিক এবং দেশের জনগনকে বিভ্রান্ত করছে। এমন পাল্টাপাল্টি অভিযোগে গেল কয়েকদিনে চীন ভারতের উচ্চ পযার্য়ে দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান, বরং চীনা বাহিনীর ওপর নজরদারি চালানোর জন্য সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনার সংখ্যা।


আরও পড়ুন:

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কম


এদিকে উওেজনার মাঝে আবারো অরুণাচলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, অরুণাচল প্রদেশকে কখনওই  স্বীকৃতি দেয়নি  চীন। বরং ওই এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের।

লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতিকে গুরুতর হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, রাজনৈতিক আলোচনা ছাড়া সীমান্ত উত্তেজনা সংকট নিরসন সম্ভব নয়। তিনি আরো জানান, মস্কোতে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি। ভারত কিছুদিন ধরেই সামরিক খাতকে মজবুত করতে তৎপর। সামরিক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বড়সড় চুক্তির পর এবার ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী হাইপারসনিক প্রযুক্তি চালিত যান উড্ডয়নের সফল পরীক্ষা চালালো দিল্লী।    

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ