শীতে আসতে পারে করোনার দ্বিতীয় ধাক্কা, বেশি ঝুঁকিতে বয়স্করা

শীতে আসতে পারে করোনার দ্বিতীয় ধাক্কা, বেশি ঝুঁকিতে বয়স্করা

রিশাদ হাসান

শীতে আসতে পারে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা। তাই এখনও থেকেই প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন বিশেষজ্ঞরা। তবে এবার উপজেলা পর্যায়েও প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের। শীতে এবার জটিল শ্বাসকষ্টের রোগীসহ ঝুঁকিতে থাকবেন বয়স্করাও।

বাংলাদেশে ৮ মার্চ করোনা সংক্রমণ শুরুর পর থেকে স্বল্প পরিসরে হলেও এর উর্ধ্বমুখীতা ছিল দীর্ঘ দিন। জুলাইয়ের পর তা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে।

news24bd.tv

প্রথমে চিকিৎসা সেবা নিয়ে নানা জটিলতা পার করলেও। ধীরে ধীরে তা নিয়ন্ত্রণেও আসে।

তবে বিশ্বের অন্যান্য দেশের মতো আসছে শীতে বাড়তে পারে করোনার সংক্রমণ। খোদ প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার কথা বলেছেন।

বিশেষজ্ঞরাও বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা যাতে গুরুত্বের সাথে প্রস্তুতি নেয়। যাতে উপজেলা পর্যায়েও থাকে চিকিৎসাসেবা সুবিধা।

কোভিড-১৯ জাতীয় কমিটির সদস্য ডা. এম এ আজিজ জানান, পূর্ব প্রস্তুতিসহ সকল হাসপাতাল প্রস্তুত করতে হবে। এছাড়াও যে সকল সরঞ্জাম প্রয়োজন সেগুলোও প্রস্তুত রাখতে হবে।

শীতকালে স্বাভাবিক ভাবেই শ্বাসকষ্ট হাপানীর রোগী বেশী থাকে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, এবারের ধাক্কায় ঝুঁকিতে থাকবেন এমন রোগীসহ বয়বৃদ্ধরাও।


আরও পড়ুন: শিশুর অধিকার ফিরিয়ে দিতে মধ্যরাতে বসলো হাইকোর্ট


বিএসএমএমইউ মেডিকেলের রেসপাইরেটরি বিভাগের প্রধান ডা. আতিকুর রহমান জানান, যারা হার্টের সমস্যা, অ্যাজমাসহ নানা রোগে ভুগচেন শীতের আগেই যেন তারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেয়।

করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কার আগেই আইসিইউ, ফিভার ক্লিনিক, হাই ফ্লো অক্সিজেনসহ প্রয়োজনীয় সকল কিছু প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

news24bd.tv সুরুজ আহমেদ