রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ (ভিডিও)

লাকমিনা জেসমিন সোমা

রোহিঙ্গাদের জন্য শুধু মানবিক সহায়তা নয়, বরং তাদের প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের কাছে কার্যকরী ভূমিকা চায় বাংলাদেশ। দেশটির ডেপুটি সেক্রেটারি অব স্টেট-উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগানের আসন্ন ঢাকা সফরে বিষয়টি তুলে ধরবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সাথে করোনায় ক্ষতিগ্রস্থ পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধা এবং ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজির আওতায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানাবে বাংলাদেশ।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট-উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই উর্ধ্বতন কর্মকর্তা দিল্লি হয়ে ঢাকায় আসায় সফরটিকে গুরুত্বের সাথে দেখছে কূটনৈতিক মহল।

news24bd.tv

স্টিফেন ই. বিগান

স্টিফেন বিগানের সাথে বৈঠকে রোহিঙ্গা ইস্যুটিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের শুধু মানবিক সহায়তা নয়, তাদের প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে সেটাই আলোচনা হবে। এবিষয়ে কি করতে হবে সেটা নিয়ে তারাই ভাবুক।

news24bd.tv

এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছর গুলোতে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির আওতায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো নিয়ে অর্থনৈতিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তাদের এই উদ্যোগে বাংলাদেশের আপত্তি নেই তুলে ধরে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানাবে বাংলাদেশ।


আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে কিশোরী ২ বোনকে ধর্ষণ করল কেয়ারটেকার


ঢাকা-ওয়াশিংটন পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে করোনায় ক্ষতিগ্রস্থ পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ারও দাবি তুলবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী আরও জানান, বন্ধুত্ব বাড়াতে হলে সাহায্যের হাত বাড়াতে হবে। আমাদের পোশাক খাত করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেদিকটাতেও তাদের সুনজর চাওয়া হবে বলেও জানান তিনি।

করোনার কারণে আটকে পড়া যুক্তরাষ্ট্র গমনিচ্ছু কিছু সংখ্যক ছাত্রের ফিরে যাওয়ার ব্যাপারেও সহযোগিতা চাইবে ঢাকা।

news24bd.tv সুরুজ আহমেদ