রোহিঙ্গাদের ভাসানচরে নিতে প্রস্তুত নৌবাহিনীর জাহাজ (ভিডিও)

লাকমিনা জেসমিন সোমা

এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর চারটি এলসিইউ জাহাজ। প্রথমে সড়ক পথে এবং তারপর নদী ও সাগর পথ ধরে সরাসরি ভাসানচর-নানাভাবেই রোহিঙ্গাদের আশ্রায়ন প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিস্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও।

ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম তারপর বাংলাদশে নৌবাহিনীর বোট-ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা।

সর্বোচ্চ সময় লাগতে পারে সাড়ে তিন ঘন্টা।

news24bd.tv

নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। রোহিঙ্গাদের এই পথে অথবা একইভাবে সড়ক পথে নোয়াখালি হয়ে চেয়ারম্যান ঘাট থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে।

প্রকল্প পরচিালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, সড়ক পথে বা সমুদ্র পথে আসা যাবে ভাসানচরে।

দুর্যোগ মন্ত্রণালয় ও জাতিসংঘের সিদ্ধান্তের পরেই কোন পথে আসা যাবে তা নির্ধারণ হবে।


আরও পড়ুন: হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ


news24bd.tv

ভাসানচরে যাতায়াত নিয়ে অনকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথ-ই খোলা থাকছে। সমুদ্র পথে যেতে চাইলে পতঙ্গো থেকে ২৮ নটিকেল মাইল, নোয়াখালী থেকে ২১ নটিকেল মাইল, হাতিয়া থেকে ১৩ নটিকেল মাইল, জাহাজীর চর থেকে ১১ মাইল, আর সন্দীপ থেকে মাত্র সাড়ে ৪ মাইল দূরত্বে ভাসানচর।

দূরে সবুজ ডিঙিয়ে নির্ঘুম দাড়িয়ে থাকা লাইট হাউজ জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেইজ ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ।

পরকল্পিত রাস্তা-ঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়কিভাবে জীবন জীবীকার অপার সম্ভাবনা নিয়ে শতভাগ প্রস্তুত ভাসান চর।

news24bd.tv আহমেদ