টিকা নেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

টিকা নেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো গতকাল বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি করোনাভাইরাসের টিকা নেবেন না। একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত লাইভ সম্প্রচারে প্রেসিডেন্টের বক্তব্য- ব্রাজিলিয়ানদের টিকা দেওয়ার ক্ষেত্রে সে দেশের কংগ্রেসের অনীহা রয়েছে।  

এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সে দেশে ৬২ লাখ চার হাজার ৫৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে এক লাখ ৭১ হাজার ৪৯৭ জন মারা গেছেন। এখনো পাঁচ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে আছে। কিন্তু প্রেসিডেন্ট বলসোনারো এই মহামারিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে বরাবরই নারাজ।

বলসোনারো সাফ জানিয়ে দিয়েছেন, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি- আমি এই টিকা নিচ্ছি না।

এটা বলার অধিকার আমার আছে।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। মাস্ক পরে যে করোনা সংক্রমণ থামানো যায়, এর কোনো যথার্থ প্রমাণ পাননি বলেও জানান তিনি। সূত্র: আল-জাজিরা।

news24bd.tv নাজিম