পদ্মায় জেলেদের জালে সাড়ে ২০ কেজি ওজনের কাতলা

পদ্মায় জেলেদের জালে সাড়ে ২০ কেজি ওজনের কাতলা

অনলাইন ডেস্ক

পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জেলেদের জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি শুক্রবার দৌলতদিয়া মাছ বাজার থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকাল সাতটার দিকে তিনি দৌলতদিয়া ঘাট টার্মিনালসংলগ্ন মাছ বাজারে গিয়ে দেখতে পান অন্যান্য মাছের সঙ্গে বড় একটি কাতলা উঠেছে। স্থানীয় আড়তদার বাবু সরদারের আড়তে কাতলাটির ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে।

 

মাছটি প্রকাশ্যে নিলামে তোলা হলে অন্য ব্যবসায়ীদের সঙ্গে তিনিও অংশ নেন। একপর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কাতলাটি ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি পাবনার আলোকদিয়া এলাকার জেলে আক্কাছ মোল্লার জালে ধরা পড়ে বলে জানতে পারেন।

এর আগে গত বুধবার দিবাগত রাতে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলেদের জালে প্রায় ২৯ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়ে।

মাছটি পরদিন বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া মাছ বাজারে বিক্রির জন্য আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা ২৭ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।  

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আর নেই

news24bd.tv / কামরুল