‘করোনার টিকা নিয়ে বাংলাদেশের ভয়াবহ দুর্বলতা দৃশ্যমান হলো’

‘করোনার টিকা নিয়ে বাংলাদেশের ভয়াবহ দুর্বলতা দৃশ্যমান হলো’

Other

কোনো দেশ তার নিজের চাহিদা পূরণ না করে রপ্তানি করে না। সেটা চাল-পেঁয়াজ-ভ্যাকসিন যাই হোক না কেন। সেই দেশের প্রতি আপনার রাগ হতে পারে, কিন্তু তাদের অবস্থান থেকে তারা সঠিক। বাংলাদেশ চাহিদা মিটিয়ে কিছু ইলিশ ভারতে রপ্তানি করে।

তাতেও দেশের বহু মানুষ ক্ষিপ্ত হন।

ভারত যে নিজের চাহিদা না মিটিয়ে ভ্যাকসিন অন্য দেশের কাছে বিক্রি করবে না, এই আশঙ্কা শুরু থেকেই ছিল। বাংলাদেশের চেয়ে করোনায় ভারত অনেক বেশি বিপর্যস্ত। ভারত নিজের বিপর্যয় না কাটিয়ে ভ্যাকসিন অন্য দেশকে দেবে না।


আরও পড়ুন: সরকার কারা ডুবায় কীভাবে ডুবায়

মরদেহ পোড়ানোকালে হঠাৎ ভেঙ্গে পড়ল ছাদ, নিহত ১৯

আরও পড়ুন: ধর্ষকের গোপনাঙ্গ কাটার আইন চেয়ে আদালত প্রাঙ্গণে তিনি

ওরা আমার বুক, গোপনাঙ্গ পুড়িয়ে দিয়েছে : সৌদি ফেরত তরুণী

ফের ভাইরাল প্রভার ভিডিও


ব্রিটেনের অভিজ্ঞতা বিবেচনায় ড. খন্দকার মেহেদী আকরাম একথা আমাদের অনুষ্ঠানে বেশ জোর দিয়ে বলেছিলেনও। কিন্তু আমাদের মন্ত্রীরা এত জোর দিয়ে বারবার বলছিলেন যে, ভারতে অনুমোদনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ভ্যাকসিন পাবে।

কিসের ভিত্তিতে তাদের এই বক্তব্য?’শতভাগ’ প্রস্তুতির মত?

পৃথিবীর অধিকাংশ দেশ একাধিক উৎস থেকে ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। আমরা তা করিনি। অক্সফোর্ডের ভ্যাকসিনের বাইরে ফ্রি ভ্যাকসিনের জন্যে অপেক্ষা করছি। তা যে বহু দূরের বিষয়, হয়ত বিবেচনাতেই নেই।

কোভিড-১৯ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভয়াবহ দুর্বলতা আরও একবার বড়ভাবে দৃশ্যমান হলো।

লেখক-গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv তৌহিদ