বার্সায় শান্ত মেসি

বার্সায় শান্ত মেসি

অনলাইন ডেস্ক

এই মৌসুমে বলতে গেলে বার্সা আগের সেই বার্সা নেই। অনেকটাই নিষ্প্রভ। লিওনেল মেসি নিজে কবে খারাপ মৌসুম কাটিয়েছেন ব্যক্তিগতভাবে, মনে করতে পারবেন না। কাল অনেক দিন পর মেসি নিজে খেললেন পুরনো দিনের মতো, খেলালেনও।

পেদ্রি-ডি ইয়ংরাও নিজেদের কাজটা ঠিকমতো করেছেন, আর তাতেই রক্ষণের ভুলের পরও বার্সা পেয়েছে ৩-২ গোলের জয়। জয়ের চেয়ে বেশি চোখে পড়েছে জোড়া গোলের পর প্রতিটিতে মেসির উদযাপন। নিজে যেভাবে খেলেছেন, চেষ্টা করেছেন, গোল পেয়েছেন, তাতে হারিয়ে যাওয়া মেসিকে যেন খুঁজে পাচ্ছেন বার্সা সমর্থকরা। চলতি মৌসুমে ধুঁকতে থাকা আর্জেন্টাইন মহাতারকা যেন এই ম্যাচ দিয়েই নিজেকে খুঁজে পেয়েছেন ফের।

মেসি সুখে থাকার অবশ্য কারণও আছে কয়েকটা। প্রথমত জোড়া গোলে আবারও পিচিচি জয়ের রাস্তায় উঠেছেন, সঙ্গী হয়েছেন বন্ধু লুইস সুয়ারেজ, জেরার্ড মরেনো ও ইয়াগো আসপাসের। যারা প্রত্যেকেই এখন ৯ গোল নিয়ে আছেন লা লিগার গোলদাতাদের শীর্ষস্থানে। অ্যাথলেটিকের বিপক্ষে জয়টা বার্সাকে তুলে এনেছে পয়েন্ট টেবিলের তিনে।

আমি সিঙ্গেল সালমান জাস্ট ফ্রেন্ড : লিয়ানা

সাংবাদিক পরিচয়ে ইয়াবা ব্যবসা : ধরা পুলিশের জালে

১০টি ইউটার্ণের খরচ ৩১ কোটি টাকা

দাঙ্গাকারীদের ‘দেশপ্রেমিক’ বললেন ট্রাম্পকন্যা

বিদ্রোহী প্রার্থীদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না: কাদের

স্কোরলাইন যেমন মনে হচ্ছে, ম্যাচটা অবশ্য সেই অর্থে থ্রিলিং ছিল না। ইনাকি উইলিয়ামসের ৩ মিনিটের গোলে বার্সা পিছিয়ে যায় শুরুতেই। কিন্তু কিছুক্ষণ পরেই গোল শোধ করে বার্সা, জবাবটা এর চেয়ে ভালোভাবে দিতে পারত না তারা। মেসির লং বলটা বুঝতে পারেননি বিলবাও গোলরক্ষক, কিন্তু ডি ইয়ং ঠিকি বুঝে লাইন থেকে সেটা কাটব্যাক করে পাঠান বক্সে। পেদ্রি জায়গামতো ছিলেন, ফার্স্ট টাচেই বল জড়িয়ে দেন জালে। দুর্দান্ত এক টিম গোলে সমতায় ফেরে বার্সা।  

এই গোলটা যদি দুর্দান্ত হয়, পরেরটা বলতে হবে আরও ভালো কিছু। পেদ্রির সঙ্গে মেসির যুগলবন্দিটা জমে উঠেছে এবারও, মনে করিয়ে দিয়েছে সোনালী যুগের ইনিয়েস্তা-মেসি কেমিস্ট্রির। এবার দারুণ একটা আক্রমণ থেকে ওয়ান টুর পর পেদ্রির দারুণ ব্যাকহিল, সেখান থেকে গোল করেন মেসি। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ করে বার্সা।  

৬২ মিনিটে আরেকটি গোল পেয়ে যান মেসি। এবারও ওপেন প্লে থেকে, আরেকটি দারুণ আক্রমণের পর জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বল জড়িয়ে দেন জালে। লিগে সব মিলে নয় গোল হয়ে গেল মেসির, এই মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন, কিন্তু পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় সেটা হয়নি। শেষ দিকে ইকার মুনাইন গোল দিয়ে একটু ভয় ধরিয়ে দিয়েছিলেন বার্সাকে, তবে সমতায় ফেরানর মতো সময় পায়নি বিলবাও।  

এই জয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বার্সা এখন তিনে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল দুইয়ে, তবে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে অ্যাটলেটিকো।

 

news24bd.tv/আলী