দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেলসন ম্যান্ডেলার একটি সৃজনশীল ভাস্কর্য

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেলসন ম্যান্ডেলার একটি সৃজনশীল ভাস্কর্য

Other

শিল্পী মার্কো সিয়ানফানেলি ৫০টি ইস্পাত কাঠকয়লা কলাম দিয়ে এটি তৈরি করেন। নির্দিষ্ট কোণ থেকে দেখলে ম্যান্ডেলার মাথা ও মুখমণ্ডল ফুটে ওঠে।  

এটি দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণে হাউইকের ঠিক বাইরে আর-১০২ হাইওয়েতে অবস্থিত। ১৯৬২ সালের আগস্ট মাসে এখান  থেকে নেলসন ম্যান্ডেলাকে গ্রেফতার করে পরবর্তী ২৭ বছর ধরে রোবেন দ্বীপে বন্দী করে রাখা হয়েছিল।

 

গ্রেফতারে ঘটনার ঠিক ৫০ বছর পরে ২০১২ সালের ৫ আগস্ট এই অভিনব ভাস্কর্যটি উন্মোচন করে ম্যান্ডেলার প্রতি সম্মান জানানো হয়। ভাস্কর্যটির উলম্ব বারগুলো ম্যান্ডেলার কারাবাসের প্রতীক।

news24bd.tv আয়শা