করোনা ভাইরাস নিয়ে বর্ণবাদী মন্তব্যে মারধর, অতঃপর...

করোনা ভাইরাস নিয়ে বর্ণবাদী মন্তব্যে মারধর, অতঃপর...

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস নিয়ে বর্ণবাদী মন্তব্য করে সিঙ্গাপুরের এক কিশোরকে মারধরের ঘটনায় শাস্তি দেয়া হল ১৬ বছর বয়সী আরেক কিশোরকে।

১৮ মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানোর পাশাপাশি তাকে স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত দশ সপ্তাহ একটি ইলেক্ট্রনিক ট্যাগ পরে থাকতে হবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কিশোরকে ৬০০ ইউরো জরিমানাও দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাতিগত আক্রমণ ও শারীরিক ক্ষতির জন্য দোষী সাব্যস্ত করে হাইবেরি কর্নার যুব আদালত তাকে এই শাস্তি প্রদান করে।

মারধরের শিকার কিশোরের নাম জোনাথন মক। গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের অক্সফোর্ড স্ট্রীটে হেঁটে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই এই আক্রমণের শিকার হয়। এ সময় তাকে উদ্দেশ্য করে বলা হয় "আমরা তোমাদের করোনা ভাইরাস আমাদের দেশে চাই না"।


রাতে কলা খেলে ঘুম ভালো হয়

ট্রাম্প ছয় মাস পর বিদায় নিলে বিচারের ফলটা ভিন্ন হতো: বাইডেন

৪০ বছর ধরে ট্রাম্পকে পৃষ্ঠপোষকতা করে আসছে রাশিয়া: নতুন বইয়ের দাবি

বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াকে আইনি নোটিশ


বিচারক মারভিন ম্যান্ডেল তাকে সতর্ক করে বলেন, প্রাপ্তবয়স্ক হলে তাকে দীর্ঘ সময়ের জন্য কারাবাসে থাকতে হতো।

তিনি আরও বলেন, "এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটি আক্রমণ ছিলো। উপস্থিতি ছাড়া ছেলেটির (জোনাথন মক) আর কোন দোষই ছিলো না। "

সম্প্রতি স্যোশাল সাইটে জোনাথন মক তার আগের অবস্থার সাথে বর্তমান অবস্থার একটি তুলনামূলক ছবি পোস্ট করেন।

news24bd.tv / নকিব