স্কটল্যান্ডে সম্পত্তি তদন্তের উদ্যোগে ক্ষিপ্ত ট্রাম্পপুত্র

স্কটল্যান্ডে সম্পত্তি তদন্তের উদ্যোগে ক্ষিপ্ত ট্রাম্পপুত্র

অনলাইন ডেস্ক

স্কটল্যান্ডে গলফ রিসোর্ট কিনেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সূত্র ধরেই সম্পত্তির উৎস নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে স্কটল্যান্ডে। এর এতেই ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্পপুত্র এরিক ট্রাম্প।

তবে স্কটল্যান্ডের ট্রাম্পের সেই সম্পত্তির উৎস নিয়ে তদন্ত করা হবে কী না তার ওপর ভোট দেবেন স্কটল্যান্ডের সংসদ সদস্যরা।

স্কটল্যান্ডের রাজনৈতিক দল স্কটিশ গ্রিন পার্টি এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। স্কটিশ সরকার বলেছে, তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লর্ড অ্যাডভোকেটরা।

স্কটল্যান্ডের এমন উদ্যোগে ক্ষিপ্ত ট্রাম্প অরগানাইজেশনের ট্রাস্টি ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক। তার মতে, এমন উদ্যোগে বিদেশি বিনিয়োগকারীরা স্কটল্যান্ডে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।


যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী

সীমান্তে গরু পাচারে জড়িত বিএসএফ, ৪ বছর পর শাস্তি

ভারতীয় কৃষকদের সমর্থনে এবার গ্রেটা থানবার্গ

সামরিক অভ্যুত্থান 'অপরিহার্য' ছিলো: জেনারেল মিন অং হ্লাইং


তিনি বলেন, এ কঠিন সময়ে স্কটল্যান্ডের রাজনীতিবিদদের জীবন রক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু তারা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত। স্কটিশ অর্থনীতিতে ট্রাম্পের সংস্থা শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। হাজার হাজার চাকরির সুযোগ তৈরি করেছে। দেশটির অবকাশ ও পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

news24bd.tv / নকিব