ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী ভারত

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী ভারত

অনলাইন ডেস্ক

চার ম্যাচ সিরিজের প্রথম টেষ্টে চেন্নাইয়ে ভারতকে ২২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের দেয়া ৪২০ রানের লক্ষে পঞ্চম দিনে ব্যাট করে ১৯১ রান তুলে অলআউট হয়েছে স্বাগতিকরা।

আগের দিনের ১ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। একমাত্র অধিনায়ক বিরাট কোহলি ছাড়া খুব একটা সুবিধা করতে পারেনি বাকি ব্যাটসম্যানরা।


লেওয়ানডোস্কি ম্যাজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

ছোট বেলায় গ্যারেজকে ল্যাবরেটরি বানান জেফ বেজোস

প্রতিরাতে মদ পার্টি আয়োজন করত নেহা

আগামী সপ্তাহেই মা হচ্ছেন কারিনা!


 

শুভমান গিল ৫০ করে আউট হওয়ার পর মাত্র ১১০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে এক প্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি। তবে ভারত অধিনায়ক ৭২ রানে আউট হওয়ার পর টেকেনি আর কোনও প্রতিরোধ।  

সফরকারীদের পক্ষে লিচ ৪টি ও অ্যান্ডারসন ৩টি উইকেট শিকার করেছেন।

২২৭ রানের জয়ে ইংল্যান্ড এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। এই সিরিজের ওপরে নির্ভর করছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোন দল।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ৫৭৮/১০ (১ম ইনিংস)

ভারত ৩৩৭/১০ (১ম ইনিংস)
পান্ট ৯১, সুন্দর ৮৫*, পূজারা ৭৩, কোহলি ১১;
বেস ৪/৭৬, অ্যান্ডারসন ২/৪৬, আর্চার ২/৭৫, লিচ ২/১০৫।

ইংল্যান্ড ১৭৮/১০ (২য় ইনিংস)
রুট ৪০, পোপ ২৮, বেস ২৫;
অশ্বিন ৬/৬১, নাদীম ২/৬৬।

ভারত ১৯২/১০ (৫৮.৫ ওভার)
কোহলি ৭২, গিল ৫০;
লিচ ৪/৭৬, অ্যান্ডারসন ৩/১৭।

ইংল্যান্ড ২২৭ রানে জয়ী।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক