ইতালিতে গোরস্তানে ভূমিধ্বস, সমুদ্রে ভেসে গেল ২০০ কফিন

ইতালিতে গোরস্তানে ভূমিধ্বস, সমুদ্রে ভেসে গেল ২০০ কফিন

অনলাইন ডেস্ক

ইতালিতে ভূমিধ্বসের কারণে রিভিয়েরা নামের এক গোরস্তানের একাংশ গিয়ে পড়েছে সমুদ্রে। গত মঙ্গলবার সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০ ফুট ওপরে অবস্থিত গোরস্তানটিতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সমুদ্রে ভেসে গেছে অন্তত ২০০ কফিন। এর মাঝে ১১টি কাঠের বাক্স অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

যার মধ্যে শায়িত পাঁচ ব্যক্তিতে শনাক্ত করেছে পরিবার। মাছ ধরার জালের মাধ্যমে বাকি কফিনগুলো উদ্ধারে চলছে তৎপরতা।


ক্ষতি পুষিয়ে নিতে শুকরের খামার গড়ছে হুয়াওয়ে

হাতে নেই ছবি, তবুও বিলাসবহুল জীবনযাপন?

১৪ বছরের সুন্দরী কিশোরীকে বিয়ে করে বিপাকে পাকিস্তানি এমপি

মিয়ানমারের আর্থিক সংকট নিয়ে নতুন গুজব, আতঙ্কিত গ্রাহকেরা


এদিকে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০ ফুট ওপরের এ গোরস্তান।

news24bd.tv / নকিব